প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। আর প্রথম সেমিফাইনালেই মুখোমুখি ফ্রান্স ও বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত ১২ টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্র্গে শুরু হবে এবারের আসরের প্রথম সেমিফাইনাল। এবারের সেমিফাইনালটা একটু অন্যরকম। কারণ সেমিফাইনাল শুরুর আগেই ঝড়ে গেছে বেশির ভাগ ফেভারিট দলগুলো। ফলে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ ইতিহাসেই প্রথমবারের সেমিফাইনাল হচ্ছে এবার। আগে যেখানে সেমিফাইনালের প্রায় নিয়মিত দল ছিল জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনা। তাদের ছাড়া সেমিফাইনাল বিশ্বকাপের ইতিহাসের অন্যরকম ঘটনা। তবে এই তিন দল না থাকলেও আজ প্রথম সেমিতে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনার শেষ নেই। অবশ্য এটা হওয়ারই কথা। কারণ রাশিয়া বিশ্বকাপের প্রথম থেকেই এই দু’টি দল যেভাবে পারফরমেন্স করে সেমিফাইনালে উঠেছে তাতে আজ সেমিতে এই দুই দলের ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। রাশিয়া বিশ্বকাপে যে চারটি দল সেমিতে উঠেছে তার মধ্যে দুটো দল একবার করে বিশ্বকাপ জয় করলেও বাকি দুটি দল বিশ্বকাপ ট্রফির স্পর্শ পায়নি। তাই সেমিফাইনালের গ-ি পেরিয়ে এবার নতুন কোনো দল বিশ্বসেরা হলে অবাক হওয়ার কিছু থাকবেনা। ফলে আজ ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামের লড়াইটা যে কঠিনই হবে তা বলাই যায়। সেমিফাইনালে আজ মাঠে নামার আগে পরিসংখ্যানে ফ্রান্স এগিয়ে থাকলেও পারফরমেন্সে যে বেলজিয়াম পিছিয়ে আছে তা কিন্তু বলা যাবেনা। কারণ বিশ্বকাপে এই দুই দলের পারফরমেন্স ছিল অবাক করার মতো। যদিও ফ্রান্স সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু শিরোপার দেখা এখনও পায়নি বেলজিয়াম। এমনকি ফাইনাল খেেেলনি। এর আগে ফ্রান্স বিশ্বকাপ জয় করেছে একবার। সেটা ১৯৯৮ সালে। এরপর আরও একবারের ফাইনালিস্ট। ২০০৬ সালে ইতালির কাছে টাইব্রেকারে (৫-৩ গোলে) হেরে হয়েছিল রানার্সআপ। কিন্তু ইতিহাস জানাচ্ছে বেলজিয়াম আগে কখনো বিশ্বকাপ ফাইনাল খেলেনি। তবে ১৯৮৬ সালে সেমিফাইনালে উঠেছিল প্রথমবারের মতো। ম্যারাডোনার আর্জেন্টিনার কছে হেরে শেষ হয় দলটির বিশ্বকাপ স্বপ্ন। ৩২ বছর পর আবার ফাইনালের হাতছানি বেলজিকদের সামনে। তবে এবারের দলটির সামনে বাধা ফ্রান্স। ফ্রান্সের সাথে অবশ্য একবার বিশ্বকাপের বড় মঞ্চের গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেখা হয়েছিল বেলজিকদের। সেটা ১৯৮৬ সালে। মেক্সিকো বিশ্বকাপের ১২ নম্বর আসরের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও বেলজিয়াম। সে ম্যাচে ৪-২ গোলে জিতেছিল ফ্রান্স। ৩২ বছর পর এবার আবার সেই ফরাসিদের মুখোমুখি বেলজিয়াম। তবে এবার বেলজিয়ামের টার্গেট ফ্রান্সকে হারিয়ে প্রথমবাবেরর মতো বিশ্বকাপের ফাইনালে উঠা। অপর দিকে ফ্রান্সের টার্গেট বেলজিয়ামকে হারিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের পথে আরেকটু এগিয়ে থাকা। তাই সর্তক অবস্থানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বেলজিয়ামকে শক্ত প্রতিপক্ষ ভেবেই সেমির ম্যাচের জন্য ছক কষছেন তিনি। তাই সেমিফাইনাল ম্যাচের আগে দলকে সতর্ক করছেন দেশম। শেষ চারের ম্যাচের আগে দেশম বলেন, ‘বেলজিয়াম কতটা শক্তিশালী দল, তারা তা প্রমাণ করেছে। বড় বড় জনপ্রিয় দলগুলোকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে এসেছে তারা। আমাদের লক্ষ্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বেলজিয়াম। তবে আমরা সর্তক। এ বিষয়টিই ভালোভাবে দলের খেলোয়াড়দের বুঝাতে চেষ্টা করছি আমি।’ অপর দিকে শেষ ষোলোতে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে ফ্রান্স। শেষ আটে উরুগুয়েকে হারাতে খুব বেশি সমস্যা হয়নি ফরাসিদের। হেসেখেলে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় তারা। সহজ জয় হলেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দল অনেক ভুল করেছে বলে জানান দেশম। তিনি বলেন, ‘এক ভুল বার বার করা যাবে না। বিশেষ করে সেমিফাইনালে যখন প্রতিপক্ষ বেলজিয়াম। যারা ইতোমধ্যে নিজেদের যোগ্যতা ও সামর্থ্য দেখিয়েছে। ম্যাচ নিয়ে তাদের পরিকল্পনা সত্যিই দুর্দান্ত। কোন পরিস্থিতি কীভাবে সামলাতে হয় শেষ দু’ম্যাচে তারা তা করে দেখিয়েছে। তাই দলের সবাইকে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, আর বুঝাচ্ছি- বেলজিয়ামের বিপক্ষে ঐ ভুল করা যাবে না।’ এদিকে গ্রুপ পর্বে সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠে বেলজিয়াম। সেখানে বড় ধরনের চমক দেখায় তারা। এশিয়ার দেশ জাপানের বিপক্ষে ৫২ মিনিটের মধ্যে দু’গোল হজম করে বেলজিয়াম। পিছিয়ে পড়েও বিশ্বকাপের মত আসরের শেষ ষোলোর ম্যাচে কীভাবে জয় পেতে হয় বিশ্বকে তা দেখিয়েছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে আরও চমক দেখায় বেলজিয়াম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিধ্বস্ত করে তারা। ৫৫ বছর পর ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ নেয় বেলজিয়াম। ২-১ গোলের জয়ে বিশ্বকাপের মত আসরে ব্রাজিলকে প্রথমবারের মত হারায় বেলজিয়াম। ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন অঁরি। তবে ২০১৮ সালের বিশ্বকাপে দেশের বিপক্ষে দাঁড়িয়েছেন ২০১৬ সালে বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করা অঁরি। নিজ দেশের বিপক্ষে ম্যাচ জয়ের জন্য সবটুকুই উজার করে দেবেন। কারণ, বিশ্বকাপের সেমিফাইনালে তার দেশ ফ্রান্স লড়বে বেলজিয়ামের বিপক্ষে। ফ্রান্সের সবচেয়ে আলোচিত ফুটবলার এমবাপ্পে। তিনি বলেন, ‘অঁরি অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তার অভিজ্ঞতা অনেক কাজে দিবে বেলজিয়ামের। তিনি আমার স্বপ্নের নায়ক, আমাকে উৎসাহ যুগিয়েছেন। কিন্তু আজ মঙ্গলবার রাত ১২টায় আমার প্রতিপক্ষ। তার দলকে হারানোর জন্য যা ইচ্ছা তাই-ই করবো। অঁরিকে বুঝিয়ে দিতে চাই- সে ভুল করেছে। আমরাই সঠিক পথে আছি।’ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচে চার গোল, কিন্তু শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে গোলবিহীন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে কি গোল করতে ভুলে গেছেন তিনি! না, গোল করতে ভুলেননি লুকাকু। টুর্নামেন্টের প্রথম সেমফিাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে গোল পাবেন বলে জানিয়ে দিলেন লুকাকু, ‘শেষ দুই ম্যাচে গোল করতে পারিনি। তবে সতীর্থদের দিয়ে গোল তো করিয়েছি। ফ্রান্সের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ গুরুত্বপূর্ণ ম্যাচেই গোল করবো আমি।’

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।