ফিরোজ হোসেন : ভিশনের রাইচ কুকার কিনে রাশিয়া ভ্রমণের টিকিট পেলেন এক মাদ্রাসা ছাত্রী। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী এলাকার আনারুল ইসলাম কন্যা মাদ্রাসা ছাত্রী হালিমা খাতুন(২৩)।
হালিমা খাতুন ১০ জুলাই সকালে আরএফএল, ভিশনের এক্সলিউসিভ ডিলার মেসার্স ইমাম ইলেকট্রনিক্স থেকে ২২৫০ টাকা একটি রাইক কুকার ক্রয় করেন। ক্রয়ের পর স্কাচ কার্ড ঘষে তিনি “ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ” ইয়ার টিকিট বিজয়ী হন। ওই দিনই ইয়ার টিকিট বিজয়ী হালিমার হাতে কোম্পানির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স ইমাম ইলেকট্রনিক্সে স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন, ম্যানেজার শরিফুজ্জামান, ভিশন এর এসআর রাজু আহমেদ, রন্টু হাসান, মার্কেট মালিক শেখ সাফায়েত প্রমুখ।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …