সাতক্ষীরা সংবাদদাতা: মাওলানা নুরউদ্দীন কে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা শহরের পুরানো সাতক্ষীরা এলাকার পুলিন পাড়া এলাকায় তার বাড়ি। আজ ভোর রাতে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করেছে বলে তার স্ত্রী জয়নব জানান। মাওলানা নুরউদ্দীন সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসা কর্মরত।
তার স্ত্রী জানিয়েছে তার এক প্রতিবন্ধি ছেলের দেখা শুনা করতেন তার স্বামী। জন্মলগ্ন ছেলে তার একটি ছেলে প্রতিবন্ধি। বেডেই থাকা খাওয়া সহ পায় খানা প্রসাবের সকল কাজ । প্রথম দিকে জামায়াতের সাথে সংশ্লিষ্টতা থাকলেও দীর্ঘ একযুগ তিনি দলের কোন কাজক্রমে সংশ্লিষ্টা ছিলনা । ইতিপূবেও তাকে দুইবার আটক করা হয়েছিল। পুলিশের দাবী তিনি জামায়াতের নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …