নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের মিল বাজার এলাকায় এক নামধারী ছাত্রলীগ নেতা শেখ এনামুজ্জামান (নিপ্পন) কে নেশার টাকা যোগান দিতে অস্বিকার করায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদসহ শ্রমিকনেতৃবৃন্দকে মিথ্যা মামলার দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী শ্রমিকনেতাদের পক্ষে আবু সাঈদ নামে এক শ্রমিকনেতা সাতক্ষীরা সদর থানায় নিপ্পনের নামে সাধারণ অভিযোগ করেছেন। মাগুরা গ্রামের মৃত কিনু মোড়লের পুত্র শ্রমিকনেতা আবু সাঈদ ,অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিউর রহমান মুকুল,দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান এ প্রতিবেদককে জানান মাগুরা এলাকার শেখ নুরুজ্জামানের পুত্র মাদক সেবনকারী শেখ এনামুজ্জামান নিপ্পন প্রাই সময় আমাদের মিলবাজার শ্রমিক অফিসে এসে নেশার টাকা দাবী করে আসছিল। কিন্তু আমরা শ্রমিক ইউনিয়ন তাকে নেশা টাকা দিতে অস্বিকৃত জানাই। হঠাত গত ৬/৭/১৮ ইং তারিখে রাত ৮ টার দিকে পূর্বে ন্যায় মাদক সেবনকারী এনামুজ্জামান নিপ্পন নেশার টাকা দাবী করলে শ্রমিক নেতৃবুন্দ না দিলে সে আমাদের কর্মকর্তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমুকি প্রদান করে। ভুক্তবোগী জাহিদ আরও জানান নিপ্পন মিলবাজার এলাকার ত্রাশ। যেকোন সময় নিপ্পন আমাদের অফিসে অবৈধ মালামাল রেখে মিথ্যা মামলা দিবে বলে হুমুকি দিয়ে চলে যায়। এ দিকে এ ঘটনার পরে জেলা অটোরিক্সা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রমিরা যেকোন সময় মাদক সেবনকারী নিপ্পনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন। অপ্রিকর ঘটনা ঘটার আগে শ্রমিক নেতারা মাদক সেবনের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …