নিজস্ব প্রতিনিধি: জেলা কারাগারে মাতৃদুগ্ধপান কর্নারের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের অর্থায়নে মঙ্গলবার সকাল ১১টায় জেলা কারাগারে এ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন। জেলা কারাগারের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনন্দিতা রায়, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সমাজসেবক আবুল কালাম বাবলা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলার তুহিন কান্তি খান, জেল সুপার আবু জাহেদসহ কারাগারের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও আবুল কালাম বাবলা বন্দীদের জন্য কারাগারে ফ্যান বিতরণ করেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …