নাটোরের আকাশে সূর্যকে ঘিরে বিরল বলয়!

মোঃ রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধি :মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই দেখা গেল সূর্যের চারপাশে অভাবনীয় সুন্দর আলোর বলয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই বলয়টা অল্প সময় স্থায়ী থাকার পর তা ধীরে ধীরে মিলিয়ে যায়।

বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন দৃশ্যটি।

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার কাউন্সিলর আবু হানিফ জানান, হালকা মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই এমন দৃশ্য চোখে পড়ল। অনেকেই এটাকে বললেন রংধনু। তবে এমন বৃত্তাকার রংধনু কখনও দেখিনি।

বনপাড়া ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম জানান, মূলত সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। তখন এমন আলোর বলয় তৈরি হয়।

তবে এই বলয়টি সূর্যকে মেঘে ঢেকে ফেলায় রংধনুর মতোই রঙিন হয়ে দেখা দিয়েছে যা অতিসুন্দর নান্দনিক দৃশ্যে পরিণত হয়েছে বলে তিনি জানান।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।