সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ নগরী গড়তে সকলের সহযোগিতা চাই -এডভোকেট জুবায়ের

সিলেট ব্যুরো : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নগরী গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতা নিয়েই আমি সমৃদ্ধ নগরী গড়ে তুলবো। আমার নগর পরিচালনায় চাবিকাঠি থাকবে জনগণের হাতে। নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি গতকাল বৃহস্পতিবার দিনভর নগরীর ৯নং ওয়ার্ডের বাগবাড়ী তৎপার্শ্ববর্তী এলাকা, ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট সহ তৎপার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ কালে এবং নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলীস্থ বড়বাড়ীতে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

৯নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আলী হায়দার, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তুহিন ব্যাপারী প্রমুখ।

এদিকে ২৬নং ওয়ার্ডের কদমতলী বড় বাড়ীতে এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ২০ দলীয় জোট সিলেট জেলার সদস্য সচিব দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমাজসেবী রুমেল আহমদ, রুস্তুম আলী কুদ্দুস, সাদিক খান, সেলিম আহমদ, মির্জা আলী হায়দার, গুলসান আহমদ, দিদার আহমদ, সালাম খান, দিদার আহমদ (২), এবাদ রশীদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম, তাঞ্জির আহমদ, আব্দুল হামিদ, আব্দুর রহিম, মনির আহমদ, শামীম আহমদ, ওয়াকিল আহমদ, রাব্বি আহমদ, সাব্বির আহমদ, ফাহিম আহমদ, শহিদ আহমদ, জাকির হোসেন, জাবেদ হোসেন, মাহবুব আহমদ শাওন, তানভীর আহমদ, আকরাম হোসেন, সাকেল আহমদ, সাদ্দাম আহমদ, রুবেল আহমদ, মইজ্জা আহমদ ও কাওসার আহমদ প্রমুখ। বৈঠকে কদমতলী বড় বাড়ী এলাকা সহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।