ক্রাইমবার্তা রিপোট: কালিগঞ্জে বিদ্যুৎ দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে লিখিত আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তিবর্গ। লিখিত অভিযোগে তারা জানান, সরকার ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার সুযোগে বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (চাঁচাই) এলাকার সাধারণ মানুষকে প্রভাবিত করে জয়পত্রকাটি গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে শাহ আলম গাজী, বিষ্ণুপুরের মৃত সন্যাসী মোড়লের ছেলে সমীর মোড়লসহ আরও কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুতের লাইন দেয়ার বিষয়ে উল্লেখিত ব্যক্তিবর্গের নিকট কোনকিছু জানতে চাইলে তারা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়াবাড়ি করলে বিদ্যুৎ লাইন দেয়া হবে না বলে হুমকি প্রদান করছেন। দ্রুত বিদ্যুৎ লাইন পাওয়াসহ বিদ্যুৎ দেয়ার নামে টাকা উত্তলোণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূক্তভোগীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …