বিচারের সময় নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করি: বিচারপতি যুবায়ের চৌধুরী

ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: হাইকোর্ট বিভাগের বিচারপতি যুবায়ের আহমেদ চৌধুরী বলেছেন, আমরা যখন বিচার করি তখন নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করি। আল্লাহর প্রতিনিধি হয়ে দেখে-শুনে বিচার করতে হয়। একটি ভুল বিচার আমাকে জাহান্নামে নিতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার হলে এসইডি ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ আইন মুট কোর্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুট কোর্ট প্রতিযোগিতায় দুটি পর্যবেক্ষক দলের সঙ্গে আরও ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।

ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ড. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন- ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ আহমেদ, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক, এসইডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাভেদ রাসিন প্রমুখ।

বিচারপতি যুবায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘হাইকোর্টে আমরা বিভিন্ন মামলার শুনানি করি। ইদানীং বিচারকাজে একটা বিষয় অনুভব বোধ করি, সেটা হলো- আইনজীবীরা কেউ তৈরি হয়ে আসেন না। কোর্টে এসে তৈরি হন তারপর সাবমিশন করেন।

অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বলেন, আন্তর্জাতিক আদালত তার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ভালো সচেতনতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আন্তর্জাতিক অঙ্গনে আইনের বাস্তবায়নের ক্ষেত্রে দেশসমূহের সর্বসম্মতি অনেক বড় একটি বিষয় হিসেবে বিবেচিত হয়।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।