ফিংড়ী প্রতিনিধি: সদরের কোমপুর থেকে চুরি হাওয়া গরু ফিংড়ীর মির্জাপুর থেকে উদ্ধার হয়েছে। জানা যায়, সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কালামের বাড়ির গোয়াল থেকে গত সোমবার রাতে গরুটি হয়। গরু চুরি হওয়ার পর গরুর মালিক আবুল কালাম অনেক খোঁজাখুজি করেন। চার দিনে মাথায় একই উপজেলার ফিংড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের জনৈক জয়নাব বিবির বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, জয়নাব বিবি গত চার দিন আগে গরুটি কিনে নিয়ে আসে বলে এলাকায় প্রচার দেয়। এরপর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুলতানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ধানের জমি পাতা খায় গরুটি। জাহাঙ্গীর গরুটি ধরে নিয়ে আসে। জাহাঙ্গীর হোসেন গরুর মালিককে খোঁজে। তখন জয়নাব বিবি গরুটি দাবি করে। জয়নাব বিবির কোনো গরু না থাকায় এলাকাবাসির সন্দেহ হলে বিষয়টি ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমানকে জানানো হয়। চেয়ারম্যান সামছুর রহমান তার পরিষদ সদস্যদের নিয়ে ও এলাকাবাসির সহযোগিতায় জয়নাব বিবি বড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে। পরে গরু চোরের বিষয় নিয়ে পরিষদের সালিশ বসে। সালিশে জয়নাব বিবির জামাতাকে ৪৮ ঘন্টা মধ্যে পরিষদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। সে মোতাবেক জয়নাব বিবিকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সালিশ শেষে ফিংড়ীর ইউপি চেয়াম্যান সামছুর রহমান প্রকৃত মালিক কোমরপুর গ্রামে আবুল কালামের হাতে তুলে দেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …