নিজস্ব প্রতিনিধি: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৭ পাচ্ছেন সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরের গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন ক্যাটাগরিতে গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন নিয়ে বৃক্ষরোপণের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৮ জুলাই বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
সদর উপজেলার তুজুলপুর গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন বলেন, ২০১৩ সালের সহিংসতার সময় আমার উপর হামলা হয়। তখন জামাত-শিবির হাজার হাজার গাছ কেটেছিল। ফলে অনেক বৃক্ষ ধ্বংস হয়েছিল। মূলত এ থেকেই আমি গাছ লাগানোর প্রতি বেশি অনুপ্রাণিত হই। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে অর্থ সহায়তা করেছিলেন, সেই অর্থ দিয়ে আমি গাছের পাঠশালা গড়ে তুলি। এছাড়া বেসরকারি গাবেষণা প্রতিষ্ঠান বারসিক সহযোগিতায় এখানে বিভিন্ন প্রজাতের গাছ সংরক্ষণ করি। যা এখন প্রায় ৬০০ অধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ আছে। এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে কয়েক হাজার বৃক্ষ বিতরণ করেছি। তাছাড়া প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরা গাছের পাঠশালা থেকে বিনামূল্যে গাছ নিয়ে যায়। যা আজ আমার সাফল্য এনে দিয়েছে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …