সাংবাদিক শাহীনের বোনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ও সমবেদনা জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, এসএ টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদারের মেঝ বোন মোছা: রমিছা খাতন (৪৬) ইন্তেকাল করেছেন। (ইন্না………রাজেউন)। শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি হৃদযন্ত ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যকালে তিনি মা, এক ভাই ও চারবোনসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব গভীর শাক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রেসক্লাব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে শোক সমÍপ্ত পরিবার তাদের বোনের মৃত্যুতে যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা থেকে কেটে উঠার জন্য দোওয়া কামনা করেছেন। মরহুমার জানাজার নামাজ শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরার তালার শ্রীমন্তকাটী গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ সহ-সভাপতি আব্দুর ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তী ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।