ভোমরা স্থলবন্দরে প্রতিপক্ষের হামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১১৫৯) এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের উপর পরাজিত গ্রুপের ন্যাক্কারজনক হামলা। নব-নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন সদস্য। শনিবার সকাল ০৯টায় ভোমরা স্থলবন্দর এলাকায় সংগঠনের অফিসে প্রতিদিনের ন্যায় ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১১৫৯) এর নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ পরাজিত গ্রুপের সাবেক সভাপতি মো. আনারুল ইসলাম ও তার ছেলে ফিরোজ হোসেনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১১৫৫) এর নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১১৫৯) এর সাবেক সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, সদস্য মোশারফ হোসেন, রেজাউল ইসলাম, আল-আমিন হোসেন, (১১৫৫) এর হারুন ও ইব্রাহীমসহ একদল সন্ত্রাসী বাহনী রড ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১১৫৯) এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. এরশাদ আলী ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অনেক নেতৃবৃন্দ আহত হয়। পরে ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য যে, ২০১২ সালের নির্বাচনে (১১৫৯) এর সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন নির্বাচিত হয়। তাদের মেয়াদ উত্তীর্ন্ন হওয়ার পর তারা দীঘদিন যাবৎ অবৈধভাবে ক্ষমতা দখল করে আসছিল নির্বাচন না দিয়ে। এমতাব্যবস্থায় বর্তমান জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেডিএল’র নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। যার নেতৃত্বে ছিলেন আহবায়ক এডিসি জেনারেল মো. জাকির হোসেন, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেডিএল’র প্রতিনিধি এডি আবু বিন আলম। গত ১২ জুন ২০১৮ অবাধ ও সুষ্ঠ এবং নিরেপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়। পরাজয় মেনে নিতে না পারায় পরাজিত গ্রুপ ন্যাক্কারজনক এধরনের হামলা চালিয়েছে। শনিবার দুপুরে হামলায় আহত নেতৃবৃন্দকে দেখতে যান জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার ও সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খানসহ শ্রমিক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এব্যাপারে ভূক্তভোগী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরাজিত গ্রুপের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং হামলার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।