জামিন পেয়েও নাম বিভ্রাটে জেলে আটক কলারোয়ার আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: নাম বিভ্রাটে পড়ে জামিন পেয়েও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কলারোয়ার মো. আনোয়ারুল ইসলাম। তার একটি মামলার সাথে জুড়ে দেওয়া হয়েছে ভুল নাম ঠিকানার আরও একটি মামলা। অথচ এই দুই মামলায় তার নিজের নাম বাবার নাম এমনকি ঠিকানায়ও রয়েছে গরমিল। মো. আনোয়ারুল ইসলাম কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাসেম খন্দকারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
তার স্ত্রী রহিমা খাতুন জানান, গত ৮ জুন তারিখে তার স্বামী মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে কলারোয়া থানা পুলিশ। এরপর তাকে ইয়াবা পাচারের একটি মামলায় (কলারোয়া থানা মামলা নম্বর ১২ তারিখ ০৮.০৬.১৮) দুই নম্বর আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি শফিকুল ইসলামের পকেট থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধারের কথা পুলিশ দাবি করলেও তার স্বামীর কাছ থেকে কোনো ইয়াবা উদ্ধার হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই মামলায় তার স্বামী ঈদের আগেই জামিন লাভ করেছেন। কিন্তু কারাগার থেকে বের হতে পারছেন না।
রহিমা খাতুন বলেন, তার স্বামীর মূল মামলার সাথে জুড়ে দেওয়া হয়েছে ফেন্সিডিল পাচারের আরও একটি পুরনো মামলা (কলারোয়া থানা মামলা নম্বর ২৫ তারিখ ২৩.০৯.১৭)। এ মামলার আসামির নাম মো. আনোয়ার হোসেন পিতা মো. আবুল কাসেম, গ্রাম গদখালি, থানা কলারোয়া। তিনি জানান তার স্বামীর নাম তার বাবার নাম এবং ঠিকানার সাথে ২০১৭ সালের ফেন্সিডিল পাচার মামলার আসামি মো. আনোয়ার হোসেনের নাম ঠিকানার কোনো মিল নেই। অথচ সেই মামলার কারণে তার স্বামী কারাগারে আটকে রয়েছেন। রহিমা খাতুন তার স্বামীর মুক্তি দাবি করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া থানা পুলিশ জানিয়েছে আসামি যে নাম বলেছে সেই নামেই মামলা রেকর্ড হয়েছে। তবে ভুলভ্রান্তি হয়ে থাকলে তা সংশোধনযোগ্য বলে উল্লেখ করে পুলিশ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।