নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে? এমন প্রশ্ন অভিভাবক ও শিক্ষকদের। বিধি বহির্ভূতভাবে সম্পূর্ণ গায়ের জোরে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বাগিয়েছেন মোস্তফা শামসুজ্জামান। কিন্তু তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির সীমাহীন অভিযোগ থাকায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফাজ উদ্দীন বিগত বিগত ২১ মে তারিখে ৫৭.২৫.০০০০.০০৩.০২. ০২৩.১৭.৩৫০ নং স্মারকের একপত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সুত্রের ৬নং স্মারক আদেশ অনুসরণপূর্বক জ্যেষ্ঠতম শিক্ষককে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)হিসেবে ৩১ মে তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেন। ব্যর্থতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে বলে ওই পত্রে উল্লেখ থাকলেও আজও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর আগে একই অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফাজউদ্দীন চলতি বছর ২২ এপ্রিল ২৯৪ নং স্মারকে একই আদেশ দিয়েছিলেন। কিন্তু কোন আদেশই মানছেন না মোস্তফা শামসুজ্জামান। বরং সম্পূর্ণ গায়ের জোরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে বহাল থেকে মাদ্রাসার একাউন্ট থেকে লিল্লাহ বোডিংয়ের এক লক্ষ টাকা আত্মসাত করেছেন। এছাড়া আরো এক লক্ষ ৬৬ হাজার টাকা মাদ্রাসার একাউন্ট থেকে তার নিজের ৬৭৯৭ নং একাউন্টে জমা করেছেন। মাদ্রাসার আভ্যন্তরীন নিরীক্ষা কমিটির প্রতিবেদনে বিষয়টি ধরা পড়লেও অদৃশ্য সূতোর ইশরায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে সিনিয়র শিক্ষককে উপেক্ষা করে বিধি বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষক মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করায় ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। এতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। মাদ্রাসটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিভাবক ও শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Check Also
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু
সাইদুর রহমানঃ সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা …