তালায় মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের এক বছরের সাজা

রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি: তালায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটের এক বছরের সাজা দিয়েছেভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া আফরিন আজ দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে তাকে ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

জানিা যায়, তালার আটরই গ্রামের জে,এন,এ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসার পথে গতি রোধ করে কু-প্রস্তাব দেয় জেয়ালানলতা গ্রামের হাফিজুর নিকারির পুত্র আকরামুল। এর পর ঘটনা স্থল থেকে ভিক্টিম এর চিৎকারে এলাকাবাসী এবং মাদরাসার শিক্ষকরা তাকে ঘটনাস্থল থেকে আটক করে তবে আকরামুলের সহযোগী কৌশলে পালিয়ে যায় জেয়ালানলতা গ্রামের মোজাম নিকারির পুত্র রনি । এছাড়াও অত্র এলাকার প্রায় ১০ থেকে ১২ জন বখাটে ছেলেরা স্কুল টাইমে খেজুরবুনিয়া জে,এন,এ হাইস্কুল/মাদরাসায় প্রতিনিয়ত এঘটনা ঘটায়। এ্ই ঘটনায় এলাকাবাসী আকরামুলের বিচারের দাবিতে মিছিল বের করে। এরপর মাদ্রাসার সুপার, সভাপতি ও চেয়ারম্যান সরদার জাকির হোসেন কে অবহিত করলে, চেয়ারম্যান সাহেব তালা থানার ওসি মেহেদী রাসেলকে জানান। এরপর থানার এস,আই সেলিম, মিজান, নির্মল, হাসান এবং জাতপুর ক্যাম্প ইনচার্জ হেকমত, কনস্টেবল হাবিব মাদরাসায় আসার পর পরিবেশ শান্ত করে আকরামুলকে দুপুর ১২ টায় থানায় নিয়ে যায়। উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া আফরিন গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে তাকে ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।