ক্রাইমবার্তা রিপোটঃঢাকা: চলমান কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার দুপুরে গণভবনে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, কোটার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা মানা হবে। এখানে বলা হয়েছে কোটা থেকে পাওয়া না গেলে মেধা তালিকা থেকে নিতে হবে।
তিনি বলেন, বিসিএসেতো পরীক্ষা দিয়ে পাস করতে হয়। যারা পরীক্ষা দিয়ে পাস করে তারা সবাই মেধাবী। পরীক্ষা দিয়ে পাস করা অনেক কঠিন। তারা খুবই মেধাবী। কোটার এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
এসময় তিনি কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা যোগ দেয়ায় বিস্ময় প্রকাশ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …