শ্যামনগরে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির গঠনে অনিয়ম ও দুর্নীতিৃ

শ্যামনগর অফিসঃ শ্যামনগরের শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে শ্যামনগর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মাজিদ। অভিযোগ সূত্রে প্রকাশ, এ মাদ্রাসার কমিটির মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে শেষ হবে। নতুন কমিটি গঠনকল্পে সুপারঃ ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি যোগসাজসে তাহাদের হীন স্বার্থ চরিতার্থ করার মানসে গোপনে বিধি বর্হিভূতভাবে পকেট কমিটি গঠনের পাইতারা করছে। মাদ্রাসার সুপার কমিটি গঠনের বিধি বিধান উপেক্ষা করে গোপনে কাগজে কলমে কমিটি গঠনের পদক্ষেপ নিয়েছেন। মাদ্রাসার কমিটি, অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী নতুন কমিটি গঠন সম্পর্কে না জানিয়ে সুপার ও সভাপতি তঞ্চকতার আশ্রয় নিচ্ছেন। ফলে মাদ্রাসার সুনাম নষ্ট, শিক্ষার পরিবেশ বিঘিœত ও অভিভাবক সহ এলাকাবাসীর ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে। মাদ্রাসার সভাপতি, সুপারঃ এ ধরনের কার্যকলাপে অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে কমিটি গঠনে রক্তক্ষয়ী সংঘর্ষের আশু সম্ভাবনা রয়েছে মর্মে একাধিক ব্যক্তিরা জানান। গত ১৭ জুলাই এ বিষয় নিয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে জরুরী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আব্দুল মাজিদ সহ তার ভাই আব্দুস সাত্তার, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও প্রতিবেশী আব্দুল হক ৪০ শতক জমি ও পরবর্তীতে আব্দুল মজিদ ৯ শতক জমি মাদ্রাসার নামে দানপত্র করিলে বর্তমানে মাদ্রাসাটি সেখানে স্থাপিত রয়েছে। অথচ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অবজ্ঞা অবহেলা করায় বিরোধ চরমে উঠেছে। বিষয়টি স্থানীয় এমপি এস এম জগলুল হায়দারকে অবহিত করা হলে তিনি বিধি মোতাবেক সুপারঃ কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে বিধিগতভাবে ভোটের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার দৃষ্টিতে মাদ্রাসার কমিটি গঠন করতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।