ক্রাইমবার্তারিপোট ‘জনসেবায় জনপ্রশাসন উন্নয়নে উদ্ভাবনে সাতক্ষীরা সদর উপজেলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেণিভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা ও সমন্বিত নাগরিক সেবা কেন্দ্র (সাগসই ও টেকসই কৃষি প্রযুক্তি) শীর্ষক উদ্ভাবনী উদ্যোগের শুভ উদ্বোধন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা পরিষদের এডিপি অর্থায়ণে ২০১৭-১৮ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, দুঃস্থ্য মহিলাদের মাঝে আর্থকর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ ও সাতক্ষীরা পি.এন বিয়াম ল্যাবরেটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেওবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের এডিপির অর্থায়ণে প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে দেওয়া হয়, মাধ্যমিক পর্যায়ে ৬৮ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়, ১৫ জন ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয় এবং ১৭ জন দুঃস্থ্য মহিলাদের মাঝে আর্থকর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …