ইসরাইল রাষ্ট্রের বৈধতা দিতে সৌদির নতুন চক্রান্ত, ক্ষুব্ধ ফিলিস্তিনিরা

ক্রাইমবার্তা রিপোটঃ    পূর্ব জেরুজালেম: ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ‘আল-আরাবিয়া’য় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ডকুমেন্টারি সিরিজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।

ইসরাইল ও সৌদি আরবের মধ্যে উষ্ণ সম্পর্ক নিয়ে যে গুজব চলছে, তা আরো এক ধাপ জোরালো হল বির্তকিত এই সিরিজ প্রচারের মাধ্যমে।

দুই ভাগে বিভক্ত এই সিরিজের নাম দেয়া হয়েছে ‘দ্য নাকবা’। এতে ইহুদি জনগোষ্ঠীর প্রাক-রাষ্ট্র প্রতিষ্ঠার কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে। এটি নির্মাণে ইসরাইলি, আরব ও ঐতিহাসিকদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। নির্মাতাদের দাবি, একটি বিতর্কিত বিষয়কে নিরপেক্ষভাবে তুলে ধরার তাদের একটি প্রচেষ্টা।

টিভি চ্যানেলটি সিরিজটি সম্পর্কে দাবি করেছে, ‘তথ্যচিত্রে বিংশ শতাব্দীর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মুহূর্তটি নিয়ে উভয় পক্ষের প্রত্যক্ষদর্শী ও ঐতিহাসিকদের বর্ণনা ও সাক্ষাৎকার পর্যালোচনার মাধ্যমে কোনো মতাদর্শ বা পক্ষপাতিত্ব ছাড়াই ইসরাইল রাষ্ট্রের জন্মের গল্প পুনর্গঠন করা হয়েছে।’

সিরিজটিতে ‘হোলোকাস্ট’ এর পর ইউরোপীয় ইহুদিদের ভয়াবহ অবস্থা তুলে ধরা হয়েছে। যাতে বর্ণনাকারীরা বলেছেন, হোলোকাস্টের পর ‘ইসরাইল জন্মগ্রহণ করেছে এবং স্বপ্ন বাস্তবায়িত হয়েছে’ এবং ‘আরব প্রতিবেশী সৈন্যরা প্যালেস্টাইন আক্রমণ করেছে’।

অনেক ফিলিস্তিনি অভিযোগ করেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ইহুদি দেশটিকে স্বাভাবিক করার জন্য সৌদি আরবের একটি নতুন চক্রান্ত।

ফিলিস্তিনি সাংবাদিকদের ফোরাম তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, ‘সিরিজটি দেখে মনে হচ্ছে আল-আরাবিয়া তার আরব পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নাকবা’য় ফিলিস্তিনিদের ভূমির দখলদারিত্ব প্রতিষ্ঠার অবস্থা তুলে ধরা হয়েছে; ইহুদিবাদী আখ্যানেও স্বীকার করা হয়েছে। কিন্তু শো’টিতে এটিকে ‘ইহুদিদের নাকবা’ (হোলোকাস্ট) হিসেবে বর্ণনা করা হয়েছে; যাতে দেখানোর চেষ্টা করা হয়েছে, ইহুদিরা ফিলিস্তিনে তাদের স্বদেশ প্রতিষ্ঠার জন্য বাধ্য হয়েছিল। এটি ইতিহাসের ঘটনাবলী ধ্বংস করার একটি সন্দেহজনক প্রচেষ্টা।’

এতে বলা হয়েছে, ‘এই ডকুমেন্টারি মানবতা, জাতীয়তাবাদ ও ধর্মের সকল মূল্যবোধ থেকে দূরে সরে গেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকান প্রশাসনের শতাব্দীর চুক্তির মাধ্যমে প্যালেস্টাইনের ঘটনাসমূহ দমিয়ে রাখার পরিকল্পনার চেয়েও এটি আরো বেশি ভয়াবহ।’

প্যালেস্টাইনের ‘এন্টি-নর্মালাইজেশন সেন্টার’ও সৌদির নতুন এই সিরিজের তীব্র সমালোচনা করেছে।

তাদের এক বিবৃতিতে বলা হয়েছে. ‘আমরা দৃঢ়ভাবে এটির নিন্দা করছি। এটি একটি মিডিয়া বিপর্যয়; যেটিতে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি মিথ্যা গল্পের প্রচারণা চালানো হচ্ছে।’

এতে আরো বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের ঘটনার ইতিহাস অত্যন্ত স্পষ্ট। ইতিহাসের মিথ্যাচার করে আল-আরাবিয়া টিভি এবং অন্যান্যরা কখনো সফল হতে পারবে না।’

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।