জামালপুরে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত

ক্রাইমবার্তা রিপোটঃ    জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি-ভুয়াপুর সড়কে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর রাত অনুমানিক ৩টা ৪৫ মিনিটের সময় ঢাকা থেকে সরিষাবাড়ীগামী একটি ট্রাক (নং ১৬-৪৮৪৯) তারাকান্দি-ভুয়াপুর সড়কে স্থল কাজী নজরুল ইসলাম স্কুল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় উপজেলার সাঞ্চারপাড় গ্রামের মৃত ওমর আলীর পুত্র রিয়াজ উদ্দিন ওরফে নিমাই (৫০), একই গ্রামের গফুর সেকের পুত্র তারেক রহমান (৬০) ও পুঠিয়ার পাড় গ্রামের উসমানের পুত্র নাজিম উদ্দিন(৫৫) দুর্ঘটনায় কবলিত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়। গুরুতর আহত হয় হজরত আলী (৪০) নামে একজন। ঘটনার পরেই ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাছুদ জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।