জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দুইদিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ক্রাইমবার্তারিপোট: আককাজ : ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিরযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক প্রচার প্রসারের সাথে সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরকে হবে। সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্যে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুর্দ্ধ করতে সাংস্কৃতিক উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।’

সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। উল্লেখ্য, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় দু’দিনব্যাপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। সারা দেশে দু’দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠবে দেশ। তৃর্ণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশ ঘটাতে জেলায়-জেলায় ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উদ্যাপন করা হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবহমান বাংলার কৃষ্টি, সাংস্কৃতি এবং ঐতিহ্যের লালন ও প্রসারের অংশ হিসেবে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুইদিন ব্যাপি ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ পালন করা হবে। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি দেওয়ান আকরামুল হক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।