সাতক্ষীরা প্রতিনিধি
পুরাতন সাতক্ষীরায় প্রভাবশালী নেতার সহযোগিতায় সংখ্যালঘু পরিচয়ে এক ব্যক্তির ক্রয়কৃত সম্পত্তির দখল না দিয়ে বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যে সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন একই এলাকার মৃত আয়নদ্দিন সরদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানিয়ে প্রতিকার দাবি করেন।
লিখিত বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, ১৯৯৪ সালের ১৩ এপ্রিল ২৮৮৭ নং দলিলে সাতক্ষীরা মৌজার ২৫৭৪ দাগে সোয়া ৮ শতক জমি সুষমা ব্যানার্জীর কাছ থেকে ক্রয় করেন। সুষমা ব্যানার্জী ওই সম্পত্তি ১৯৭৩ সালের ২১ মে সাতক্ষীরার ঘোষপাড়া এলকার চন্ডীদাসের পিতা মৃত হরিপদ সরকারের কাছ থেকে সাতক্ষীরা সাব রেজিঃ অফিসের ৪৬২৫ নং দলিলে রেজিঃ কোবলা মূলে ক্রয় করেন। চন্ডিদাস ওই দলিলে সনাক্ত করেন। সুষমা ব্যানার্জী তাদের নিকটতম প্রতিবেশী হওয়ায় ওই সম্পত্তি আনুমানিকভাবে লাঠি মেপে নিয়ে অস্থায়ী প্রাচীর নির্মাণ করা হয়। পরে মাপ জরিপ করে দেখি চন্ডিদাসের সীমানার মধ্যে আমার দুইশতক জমি রয়েছে। সেময় চন্ডিদাসের সঙ্গে সুস্পর্ক থাকায় সে আমাকে বলে, আপনি বসবাস করতে থাকেন সময়মত আপনার সম্পত্তি বুঝিয়ে দেয়া হবে। কিন্তু আজও আমার ওই দুইশতক সম্পত্তি বুঝে না দিয়ে তালবাহনা করতে থাকে। আমি উক্ত সম্পত্তির নামপত্তনসহ ২৪৩/১ নং খন্ড খতিয়ান এবং হোল্ডিং নং ২৫০৫ করে সরকারের খাজনা ফি পরিশোধ করে আসছি।
তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে গেলে তিনি নিরপেক্ষ মাপজরিপের কথা বললে চন্ডিদাস প্রথমে রাজি হলেও পরে অস্বীকৃতি জানান এবং মিমাংসার ধার্য্য দিনে বড়ি থেকে চলে যান। আমি স্থানীয় কাউন্সিলর শেখ আব্দুস সেলিমের উপস্থিতিতে সিভিল সার্ভেয়ার ও পৌরসভার সার্ভেয়ার দিয়ে মাপ জরিপ করে দেখি চন্ডিদাসের সীমানার মধ্যে আমার নিজের দেড় শতক জমি রয়েছে। চন্ডিদাস আমার সম্পত্তি ফেরত না দেয়ার জন্য আ’লীগ নেতা আবু সায়ীদের আশ্রয় গ্রহণ করে কাউন্সিলর যাতে আমার পক্ষে না বলে সেজন্য তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে আবু সায়ীদ মোবাইল ফোনে আমাকে খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। তিনি হুমকি দিয়ে জমি মাপ জরিপ করতে নিষেধ করে বলেন, চন্ডিদাস আ’লীগ কর্মী ও আমার লোক, ওই দুই শতক জমি সে এখন দখল করে খাবে। এখন সে জমি বের করে দিতে পারবে না। তোরা পারলে কিছু করিস। বেশি বাড়াবাড়ি করলে মিথ্যে মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি।
তিনি আরো বলেন, আমি আবু সায়ীদের হুমকিতে নিরুপায় হয়ে পৌরসভায় মাপজরিপের আবেদন করি। পৌর কর্তৃপক্ষ চন্ডিদাসকে পরপর তিনটি নোটিশ দিলেও সে হাজির না হয়ে গা ঢাকা দিয়েছে। এদিকে আবু সায়ীদ ওই সম্পত্তি চন্ডিদাসের দখলে রাখার জন্য গত ১৯ জুলাই সাংবাদিকদের দিয়ে পত্রিকায় একটি মিথ্যে সংবাদ প্রকাশ করে সত্যকে আড়াল করার চেষ্টা করেছেন। পাশাপাশি আমাকেও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। তিনি চন্ডিদাসের কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার পূর্বক যাতে শান্তিপূর্ন পরিবেশ বসবাস করতে পারেন সেজন্য সাতক্ষীরা প্রলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …