ছাত্রলীগের হাতে লাঞ্চিত হলেন সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক: সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সঙ্গীয় বহিরাগতদের হাতে লাঞ্চিত হলেন সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ মো. আবু সাঈদ । ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২ টায় কলেজ অধ্যক্ষের কক্ষে। আর এঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষক ও ছাত্রদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কলেজের শিক্ষক মনিরুলসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা জানান, রবিবার কলেজ অধ্যক্ষ তার কক্ষে বসা ছিল। হঠাৎ সিটি কলেজের ছাত্রলীগের সাধারন সম্পাদক আলিফ খানের নেতৃত্বে বহিরাগত কিছু ছেলেদের নিয়ে অধ্যক্ষের রুমে আসে। তারা একাদশ শ্রেনীতে ভর্তি করার জন্য রমজান নামে এক ছাত্রের ভর্তি ফি কম নেওয়ার কথা বলে। কিন্তু অধ্যক্ষ টাকা কম দেওয়ার কারন জানতে চাইলে আলিফ বলে কোন সমস্যা নেই। তখন অধ্যক্ষ টাকা কম দিতে অস্বিকৃতি জানালে ছাত্রলীগের কলেজ শাখার সাধারন সম্পাদক আলিফ খান এবং তার সঙ্গিও বহিরাগত মিরাজসহ অনান্যরা অশ্লিল ভাষায় গালিগালাজ করে অধ্যক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। কলেজের শিক্ষক মনিরুলসহ অন্যন্য শিক্ষকরা জানান এভাবে একজন ছাত্র শিক্ষককে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে পারে আমাদের জানা ছিলনা। এভাবে শিক্ষকদের অশ্লিল ভাষায় কথা বলে তারা ছাত্রলীগের সুনাম নষ্ট করছে। এ বিষয় কলেজ অধক্ষ পরে আলিফ খানকে ডাকলে সে বলে আমাকে অসম্মান করেছেন,ছাত্রদের কথা শোনেননি তাদের পেস্টিজে লেগেছে তাই তারা গালিগালাজ করেছে। এসময় আলিফ উত্তেজিত হয়ে বলেন জেলা সেক্রেটারী বিভিন্ন প্রগ্রামে কলেজ থেকে ২ হাজার টাকা দিতে বলেছে কিন্তু আপনি সেটা দেননা। এ বিষয় অধ্যক্ষকে লাঞ্চিত করার বিষয় জানতে চাইলে আলিফ খান বলেন ছাত্রদের কথা অধ্যক্ষ শোনেনি তাই তাকে গালিগালাজ করেছে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।