সাতক্ষীরায় শ্রাবণ সন্ধ্যায় সাংস্কৃতিক উৎসবে সুরের আবেশ

ক্রাইমবার্তা রিপোট:‘এই শ্রাবণের বুকের ভিতর আগুণ আছে…’। সেই আগুণের প্রজ্জ্বলিত শিখায় অশুভ শক্তিকে বিনাশ করে শ্রাবণ ধারায় সকল গ্লানি জরা জীর্ণতা ধুয়ে মুছে স্বপ্নালোকিত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় সুর, ছন্দ আর নৃত্যে মোহনীয় আবেশে শেষ হয়েছে দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০১৮। সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো তারুণ্যের উচ্ছ্বাস। শ্রাবণ সন্ধ্যায় সুরের লহরীতে মেতে উঠেছিল তারুণ্য। ছন্দে ছন্দে দুলেছিল হৃদয়। নৃত্যের তালে নূপুরের ঝংকারে দর্শক গ্যালারিতে ছিলো অন্য রকম আবেশ। শনিবার সন্ধ্যায় উৎসবের সমাপনী দিনে প্রথমেই মঞ্চে আসে কালিগঞ্জ উপজেলার সাংস্কৃতিক কর্মীরা। শান্তি গোপাল চক্রবর্তীর কন্ঠে ‘মা গো ভাবনা কেন?’ গানটির মধ্য দিয়েই শুরু হয় উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এরপর একে একে সংগীত পরিবেশন করেন কণিকা সরকার, সুমাইয়া পারভীন সাথী, অঞ্জনা মন্ডল, আব্দুর রাজ্জাক, নির্মল কুমারসহ অনেকেই। সুর আর ছন্দের আবেশেভরা ভূবন মোহিনী উচ্ছ্বাসে দর্শক গ্যালারি থেকে আবেদন আসতে থাকে ওয়ান মোর-ওয়ান মোর। এভাবেই সাতক্ষীরা সদর, কালিগঞ্জ উপজেলা, তালা উপজেলা ও দেবহাটার উপজেলার শিল্পীরা পরিবেশন করেন গান, কবিতা ও নৃত্য। পরিবেশন শেষে প্রাপ্তির পালা। এবার অতিথিবৃন্দ আসলেন মঞ্চে। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেনের সভাপতিত্বে মঞ্চে অতিথির আসনে বসলেন প্রতœতত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তা আফরোজা খানম মিতা, তালা কলারোয়া আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল¬াহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, পৌর কাউন্সির অনিমা রানী মন্ডল, ফারহা দিবা খান সাথি, আবু আফফান রোজ বাবু, নাছরিন খান লিপি। উপস্থিত শিল্পী ও দর্শকদের উদ্দেশ্য বক্তব্য দিতে গিয়ে শোনালেন জাগরণের গান। কাব্যিক বক্তব্যে হৃদয়ে লাগলো দোলা। জেগে উঠলো প্রাণ। সুর ও ছন্দের বন্দনায় ওই নতুনের কেতন উড়িয়ে এগিয়ে যাবার প্রত্যয়। একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের নান্দনিক সমাপন।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।