নিজস্ব প্রতিনিধি: শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় সড়ক ও জনপদের জায়গা দখল করার ধুম পড়েছে। রাস্তার দু’ধারে ছোট বড় বিভিন্ন অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এর মধ্যে রাস্তার পাশে আনারসের ব্যবসা, ইট বালিসহ বিভিন্ন ফলের দোকান গড়ে উঠেছে। দেখে মনে হয় সড়ক দখলের প্রতিযোগিতায় নেমেছেন। আর কতটুকু এগুলে রাস্তার উপরে আসবে তারা? সাধারণ মানুষের চলাচলের জায়গা দখল করে গড়ে তুলছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাস্ততম সড়কে প্রতিনিয়ত শোনা যায় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানীর ঘটনার খবর। এ যেন দেখার কেউ নেই। এছাড়া ইটাগাছা এলাকার কামালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে অবস্থিত সড়ক ও জনপদের জায়গা দখল করে আনারসের দোকান বসেছে। একই স্থানে আনারস বহনকৃত ট্রাকগুলো পারকিং করার ফলে দীর্ঘ সময় ধরে সড়কের পাশে ট্রাক রাখায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, সড়ক ও জনপদের কিছু অসাধু কর্মচারীকে ম্যানেজ করে ঐ জায়গাটি আকবর, রবিউল ও আলম জায়গাটি দখল করে রেখেছে। তারা বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছে সড়ক ও জনপদের নিকট থেকে ৬ বছরের জন্য বন্দোবস্ত নিয়েছে। এব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম জানান, আমরা জেলা প্রশাসকের নির্দেশক্রমে রাস্তার দু’ধারের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকা তৈরী করেছি। সেটি এসিল্যান্ড অফিসে নথি প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই ম্যাজিস্ট্রেট দিয়ে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এব্যাপারে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এলাকাবাসী ও সচেতন মহলের দাবি মহাসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত শহর ও সাধারণ মানুষের চলাচলের পথ প্রসস্থ এবং নিরবিচ্ছির্ন্ন চলাচল সৃষ্টির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …