নিজস্ব প্রতিবেদক: শিয়ালডাঙ্গা কারীমিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শিয়ালডাঙ্গা কারীমিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিয়ালডাঙ্গা কারীমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, আওয়ামীলী নেতা মাসুমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বিশ্বের একমাত্র বাংলাদেশেই বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ আগের থেকে অনেক এগিয়ে গেছে। শিক্ষার এ ধারাবাহিকতা অব্যহত রাখতে বর্তমান সরকারকে ভোট দিয়ে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে সাতক্ষীরা সব দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। শিক্ষার মান বেড়েছে বহুগুণে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় নৌকার পক্ষে সকল ভেদাভেদ ভুলে একসাথে তার পক্ষে কাজ করার আহবান জানান তিনি। এসময় বক্তারা সকলেই সাতক্ষীরা সদর আসনে একজন ক্লিন ইমেজের নেতাকে নৌকার প্রার্থী করতে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
Check Also
ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ ৪ জন কারাগারে
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক …