সাতক্ষীরায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ

ক্রাইমবার্তা রিপোট আককাজ : ‘শেখ হাসিনার দুই নয়ন সমাজসেবার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। সমাজ থেকে মাদক , বাল্য বিবাহ ও ইভটিজিং দূর করতে হবে। সরকার সমাজের অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহকে সমাজের অবহেলিত দুঃস্থ জনসাধারণের কল্যাণে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে সকল মহৎ কাজ করা সম্ভব নয়। এজন্য বেসরকারী সংস্থা সমূহকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। তিনি অনুদানের অর্থ প্রকল্প অনুযায়ী যথাযথভাবে ব্যবহার করার জন্য অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দকে অনুরোধ জানান।’
এসময় সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (জেলা ভিত্তিক) ৯৬টি প্রতিষ্ঠানে ৯ লক্ষ ৬৬ হাজার টাকার চেক, রোগী কল্যাণ সমিতি (সকল শ্রেণির) ৮টি প্রতিষ্ঠানে ১৫ লক্ষ ৩০ হাজার টাকা, সমন্বয় পরিষদ-১ টি প্রতিষ্ঠনে ১ লক্ষ ৯০ হাজার টাকা, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ১টি প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও জেলা সমাজ কল্যাণ পরিষদকে ৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১শ’৭টি প্রতিষ্ঠানে এ চেক বিতরণ করা হয় মোট ৩৪ লক্ষ ৩১ হাজার টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ জেলার নির্বাহী সদস্য অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, সমাজসেবা রেজিঃ অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এন.জেড ফাউন্ডেশনের মনজুর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।