ক্রাইমবার্তা রিপোট: আককাজ : সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কস্থ মীর মহলে সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভায় কলেজের সার্বিক শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষা, নাইট গার্ড ও এম.এল.এস.এস প্রসঙ্গ ও বিভাগ ওয়ারী বেতন ভাতা প্রদান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো বক্তব্য রাখেন সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, সৈয়দ হায়দার আলী তোতা, এড. মো. রফিকুল ইসলাম, প্রেম দাস সরকার, মো. মফিজুর রহমান মো. ওবায়দুর রহমান, কৃষ্ণপদ সরকার, মো. বেলাল হোসেন, আশরাফুন্নাহার মনি, সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …