ধর্মের কথা বলে সাতক্ষীরায় অলংকার লুট, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা: আহত ৩

ক্রাইমবার্তা রিপোট::  সাতক্ষীরা : মা তোর তো অনেক সমস্যা। কাছে আয় । আজমীর শরিফ ও হযরত শাহজালালের মাজারের পবিত্র মাটি রয়েছে আমাদের কাছে। একটুখানি নে । তোর সব সমস্যা কেটে যাবে। আয় উন্নতিও হবে বেশ।
এভাবে প্রতারনার মুখে ফেলে ষাটোর্ধ নারী ফাতেমা খাতুনের পরনের অলংকার লুটে নিয়েছে প্রতারকরা। আর তাদের ধরতে গিয়ে প্রতারকদের আঘাতে শেষ পর্যন্ত প্রাণও হারিয়েছেন তিনি। নিহত ফাতেমা খাতুন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের আজিবর রহমানের স্ত্রী।
আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান মোটর সাইকেলে দক্ষিন পারুলিয়ার ফাতেমা খাতুনদের বাড়িতে আসেন অজ্ঞাত পরিচয় এক নারী ও তার স্বামী। তারা ফাতেমা খাতুনকে মা বলে সম্বোধন করে জানান তিনি তো অনেক মসিবতের মধ্যে রয়েছেন। হযরত শাহজালালের মাজারের মাটি নিলে সব মসিবত দুর হয়ে যাবে। বৃদ্ধা ফাতেমা খাতুন তাদের কথায় বিশ্বাসী হতেই তারা জানান ১৪১ পা হেঁটে তোর বাড়ির আশপাশের কবর থেকে মাটি নিয়ে আয়। এ সময় তারা বলেন তোর হাতে কানে থাকা গয়না রেখে যা। ফাতেমা খাতুন তাদের কথা মতো কানের দুল ও হাতের একটি আংটিসহ পরনের অলংকার রেখে গুনে গুনে পায়ে হাঁটতে থাকেন। কিছুক্ষন পর পেছনে ফিরে দেখেন তারা নেই। এ সময় ফাতেমা খাতুন চিৎকার দিয়ে তাদের পিছু ধাওয়া করতে একটি ভাড়ার মোটর সাইকেলে ওঠেন। পিছু ধাওয়া করতে গিয়ে আশাশুনির হাজিপুর গ্রামে পৌঁছাতেই মোটর সাইকেলে চলমান অবস্থায় প্রতারক চক্রটি তার পেটে সজোরে লাথি মারে । তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। পথিমধ্যে মারা যান ফাতেমা খাতুন।
গ্রামবাসী প্রতারক চক্রটিকে হাতেনাতে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এরা হলেন আশাশুনির শ্রীকলস গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে সাইদুল ইসলাম ও তার স্ত্রী আমেনা খাতুন।
এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ সার্কেলের এএসপি মো. ইয়াসিন আলি জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশাশুনি থানায় মামলা হবে জানিয়ে তিনি আরও বলেন গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।