ক্রাইমবার্তা রিপোট::পাকিস্তানে আজ বুধবার সাধারণ নির্বাচনের সময় আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। কোয়েটায় স্থানীয় সময় ১২টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে আরো অন্তত ৩৫ জন আহত হয় বলে সিভিক হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও টিভি, দি নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
ভোটগোণনা শুরু
এদিকে উদ্বেগ উত্তেজনার মধ্যেই আজ বুধবার পাকিস্তানে ভোটগোণনা শুরু হয়েছে। রক্তাক্ত হামলা ও সামরিক হস্তক্ষেপের অভিযোগের মধ্য দিয়ে প্রচার কার্যক্রমের পরে আজ এই ভোটগ্রহণ শুরু হলো। খবর এএফপির।
পূর্বাঞ্চলীয় লাহোর নগরীতে প্রথম একজন নারী ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করেন। দেশটিতে ৯০ লাখের বেশি নতুন নারী ভোটার নির্বাচনে ভোট প্রদান করবেন।