ছফুরননেছা ও সাতক্ষীরা সরকারি কলেজে ভবন নির্মান

আককাজ : সাতক্ষীরায় ছফুরননেছা মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে ছফুরননেছা মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মিসেস আশরাফুননাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, কলেজ পরিচালনা পরিষদের সদস্য জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাহেদ বিন গফুর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি এ.আর.এম সেলিম আক্তার। রাজস্ব বজেট (কোর্ড নং-৭০১৬) এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৬ লক্ষ ৯শ’ ৭৫ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি ফারহা দীবা খান সাথী, মো. শাহাদাত হোসেন, সেলিনা সুলতানা, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এসময় ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক উত্তম মজুমদার।

সাতক্ষীরা সরকারি কলেজে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলার ঊর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি কলেজের নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলার ঊর্দ্ধ

মুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষক পর্ষদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলার ঊর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক আমান উল্লাহ আল-হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাহেদ বিন গফুর প্রমুখ। পোষ্ট গ্রাজুয়েট এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে চতুর্থ ও পঞ্চম তলার একাডেমিক কাম এ্যক্সানিমেশন হল হলের ঊর্দ্ধমুখী সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সন্দীপ দাস।

 

সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো অফিস চত্বরে বৃক্ষ রোপন
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো অফিস চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার সকালে অফিস চত্বরে এ বৃক্ষ রোপনের উদ্বোধন করেন সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান। সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো অফিস চত্বরে ২১ টি ফলজ, বণজ, ্ঔষধী গাছ ও শোভাবর্ধণ গাছের চারা রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপসহকারি প্রকৌশলী রাজিব চন্দ্র দাস, শফিকুল ইসলাম, রুবেল হোসেন ও মতিয়ার রহমান প্রমুখ।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।