সাতক্ষীরায় শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

ক্রাইমবার্তা রিপোট:: আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার জননী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব অর্জন, সমুদ্র থেকে মহাকাশ জয় অসামান্য সাফল্য ও বলিষ্ঠ নেতৃত্বের উদীয় প্রতিফলন অর্জন হওয়ায় এ অর্জন বাঙালীর জাতির জন্য স্মরনীয় রাখতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র উদ্ভাবন এবং তার আহবানে শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে ব্যাণার, প্লাকার্ড, বাদ্যযন্ত্র সহকারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শেখ হাসিনা উন্নয়ন দিবস উদ্ভাবন ও পরিকল্পনাকারী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার বক্তব্যে বলেন,‘বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। সমুদ্র থেকে মহাকাশ জয় করে দেখিয়েছেন বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ির দেশ নয়। তিনি বাঙালী জাতির ভাগ্যেন্নয়নে নিরলসভাবে কাজ করে দেশের নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতু করেছেন। বাংলাধেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলে দেশের জনগণ নৌকায় ছাড়া খোট দেবেনা।’
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু কোর্ট গায়ে লাগালেই বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেনা। যাদের বুকে আছে স্বাধীনতার চেতনা তারা দেশকে ভালবেসেছে। সাতক্ষীরা সদর আসনের এমপির অক্লান্ত প্রচেষ্টায় সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলার চারটি আসন যেন আওয়ামীলীগের হতে পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা কোন দলীয় র‌্যালি নয়, এটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে আনন্দ র‌্যালি। এই র‌্যালিতে সকলের অংশগ্রহণ আশা করেছিলাম। কিন্তু অনেকে অংশগ্রহণ করেনি। এটা দুঃখজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে এই আজকের এই দিনের প্রতিজ্ঞা।’
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিবসের বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে আসতে যারা বাঁধা প্রদান করেছে। তারা কখনও বঙ্গবন্ধুর আদর্শ্যের অনুসারী হতে পারেনা বা আওয়ামীলীগের মানুষ হতে পারেনা। তারা বর্তমান সরকারের একজন এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নিয়ে কটুক্তি করে। সরকারের উন্নয়নে হিংসাত্বার্থক মনোভাব দেখায় তাদেরকে দলীয়ভাবে বিচার করা উচিত।’
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা তার বক্তব্যে বলেন, এমপি রবি ১২ হাজারের অধিক মানুষদের নিয়ে আনন্দ র‌্যালি করে প্রমাণ করে দিয়েছেন সাতক্ষীরা সদরে তার জনসমর্থন আছে। তিনিই আওয়ামীলীগের নৌকার যোগ্য প্রার্থী। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠান বৈঠক করে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। মানবতার জননী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব অর্জন, সমুদ্র থেকে মহাকাশ জয় অসামান্য সাফল্য ও বলিষ্ঠ নেতৃত্বের উদীয় প্রতিফলন অর্জন হওয়ায় এ অর্জন বাঙালীর জাতির জন্য স্মরনীয় করে রাখার জন্য বাংলাদেশে এই প্রথম এমপি রবি’র উদ্ভাবন ও পরিকল্পনায় জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিবস উদ্যাপন করা হলো এটি একটি দৃষ্ট্রান্ত হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিবসটি সারা বাংলাদেশে পালন করার আহবান জানান।’ এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনটিকে স্মরনীয় রাখতে বাংলাদেশ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মী, ১৪টি ইউনয়ন, পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ, অংগও সহযোগি সংগঠন, সমর্থক এবং স্বাধীনতার স্বপক্ষের মানুষরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।