ক্রাইমবার্তা রিপোট:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে দুই কর্মীর প্রেমিকা দাবি করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুইগ্রুপ। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।বুধবার বিকালে প্রেমিকা নিয়ে বিরোধের জেরে জবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।একই মেয়ের সঙ্গে ছাত্রলীগ জবি শাখার সভাপতির গ্রুপের কর্মী শরীফুল ইসলাম শিমুল (১১তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী আশিকুর রহমান আশিকের (১২তম ব্যাচ) প্রেমের সম্পর্ক গড়ে ওঠা নিয়ে বিরোধ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে আহত হন উল্লেথিত দুই প্রেমিকসহ ছাত্রলীগ কর্মী নাইমুর রহমান নাবিল, নুরে আলম ও কৌনিক।সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোতয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ পক্ষের কর্মীদের মধ্যে মারামারি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Check Also
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে …