আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেবার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নির্বাচনী খেলা হবে মাঠে, আওয়মী লীগ জনগণের রায় মেনে নেবে।
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে শান্তি ও উন্নয়ন বিঘ্নিত হয়। তাই দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুরের টেংলাহাটায় নবনির্মিত আর,আই,এম ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালবাসা দিয়ে তৃণমুল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
পরে তিনি উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ দুটি ভবন নির্মাণে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করা হয়েছে।
নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে টেংলাহাটা আর,আই,এম ডিগ্রী কলেজ চত্তরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি শত্তকত হোসেন সাকার এবং সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী।