কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাড়ির ছাদে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিককে বাঁচাতে গিয়ে মালিক-শ্রমিক দু’জনই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে পোল্ট্রি খামার করার জন্য ঘর তৈরির কাজ করছিলেন সিরাজুল ইসলাম। বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ভেজা বাশ লেগে প্রথমে শ্রমিক সিরাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মলিক দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকডাঙ্গায় দেলোয়ারের বাড়ির ছাদের উপর পোল্টি মুরগির খামারে কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের মেইন তারে স্পর্শ লাগে দেলোয়ার ও সিরাজুলের। এতে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন তারা। আশংকাজনক অবস্থায় দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও কাকডাঙ্গা ওয়ার্ডের উপি সদস্য সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হলে আহতাবস্থায় তাদের সাতক্ষীরা নেয়ার পথে মারা গেছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …