সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় এক বৃদ্ধার পৈতিক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার নলতা চৌমহুনি গ্রামের মৃত নুর আলীর মেয়ে রহিমা ইয়াসমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা জীবিত থাকা অবস্থায় নলতা মৌজার জে.এল নং-১০, ডিপি ২৫৭৩ খতিয়ানের ২৬০২ দাগে ৯ শতক জমি আমাদের তিন বোন রাবেয়া খাতুন, আছিয়া খাতুন ও আমার মধ্যে ভাগ করে দেয়ার জন্য ভাইদের প্রতি ওছিয়ত করে যান। এরপর থেকে প্রায় ২৫ বছর ধরে আমরা ওই সম্পত্তি ভোগ দখল করে আসছি। কিন্তু সম্প্রতি একই এলকার মৃত মতিউর রহমানের ছেলে জাল দলিল সৃষ্টিকারি প্রতারক রবিউল ইসলামের নজর পড়ে ওই জমির উপর। বাড়িতে আমি ও আমার ছোট একটি মেয়ে থাকার সুযোগে গত ২৬ মে রবিউল ইসলাম তার ভাড়াটিয়া জাকির ও হিরোনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে তার আমাকে মারপিট করে গুরুতর জখম করে। এঘটনায় আমি আদালতে ১৪৫ ধারার একটি মামলা দায়ের করলে রবিউল গংরা আরো ক্ষিপ্ত হয়ে আমার শিশু মেয়েকে খুন জখমের হুমকি প্রদর্শন করতে থাকে। এছাড়া রবিউল বিভিন্ন সময়ে আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে। এঘটনায় আমি আদালতে একটি ১০৭ ধারার মামলা দায়ের করি। এঘটনা জানতে পেরে রবিউল গংরা গত ১১ জুলাই বািিড়তে ঢুকে আমার বসতঘর ভেঙ্গে ফেলে। জিনিসপত্র তছনছ সকরে অমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, রবিউল আমার পিতার নামীয় জে,এল-১০, হাল খ-১, এস,এ খতিয়ানের ১৭১৪ দাগের ১৭ শতক পুকুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগদখল করে আসছে। আমরা াসহায় হওয়ার কারনে ওই সম্পত্তি ফেরত না দিয়ে উল্টো অপামাদের বসবাসের সম্পত্তি টুকুও দখল করে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি রবিউল গংদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছোট বোন রাবিয়া ও এক মাত্র শিশু কন্যা রুবিনা আফরোজ মুক্তি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …