নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ৩০ লক্ষ শহীদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি, বিকাল ৪টায় দলীয় সুলতানপুরস্থ কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। জেলা সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নূরুল হক, আওয়ামী লীগ নেতা এড. আজহার আলী, আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লায়লা পারভীন সেঁজুতি, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুব আইনজীবি পরিষদের সভাপতি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, অরুন কুমার, যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, অহিদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা মুনমুন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, রিয়াজ মাহমুদ রানা, এড. ফারুক হোসেন, শাহাদাত হোসেন, শেখ জাহাঙ্গীর কবির, আশরাফ খান সফি, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলামসহ সকল উপজেলা সভাপতি/সাধারণ সম্পাদকসহ অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। যা অন্য কোন সরকারের সময়ে সম্ভব হয়নি। দেশে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকায় আস্থা রাখার আহ্বান জানান বক্তারা।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …