ক্রাইমবার্তা ডেস্করিপোট:মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শনিবার কায়রোর একটি আদালত এ আদেশ দিয়েছেন।
২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানী রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগের তাদের এ শাস্তি দেয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুরসির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একজন সিনিয়র নেতা রয়েছেন। তার বিরুদ্ধে ওই বিক্ষোভ সৃষ্টির নেপথ্য ভূমিকা পালনের অভিযোগ আনা হয়।
কোর্টের এই আদেশ শীঘ্রই মিসরের প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মিসরের নিয়ম অনুযায়ী কারো মৃত্যুদণ্ড দিতে হলে আদালতের ওই রায় ইসলামিক আইন কর্তৃপক্ষের দ্বারা অনুমোদন নিতে হয়।
ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন একজন মুফতি। যিনি সাধারণত আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বীমত করেন না।
কিন্তু গত ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেয়া মৃত্যুদণ্ডের রায় তিনি বাতিল করে দেন। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।