নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গনেশ কুমার কুন্ডু (৩৮) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত গনেশ উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত পরিমল কুমার কুন্ডুর ছেলে। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সৈকত হাসান জানান, শনিবার সকালে গনেশ ব্যবসায়িক কাজ শেষে ধানাইদহ থেকে লক্ষীকোল বাজারে ফিরছিলেন। পথে বাঘাইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে গনেশ গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
Check Also
ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে …