বাঘের থাবায় ৩৩০ জন, মানুষের হাতে ৩১ বাঘ নিহতসুন্দরবনে

ক্রাইমবার্তা  ডেস্করিপোট: বাঘের আক্রমণে গত ১৮ বছরে ৩৩০ জন মানুষ মারা গেছেন। নিহতদের বেশির ভাগ বাওয়ালি, জেলে, মৌয়ালি ও জ্বালানি কাঠ আহরণকারী। অন্য দিকে ১৮ বছরে মানুষের হাতে ৩১টি বাঘ প্রাণ হারায়। আর বার্ধ্যকজনিত কারণে মারা গেছে ১৩টি বাঘ। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের প্রতিবেশ চক্রের পরিবর্তন, জলবায়ুর বিরূপ প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, হরিণ পাচার ও শিকার এবং খাদ্য সঙ্কটসহ নানা কারণে বাঘ-মানুষ দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বাঘ সংরক্ষণ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক (অব:) ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে এ তথ্য জানান। তিনি জানান, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, গত এক দশক আগে প্রতি বছর বাংলাদেশে গড়ে ৩০-৫০ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। তবে সম্প্রতি বন বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংস্থার সম্মিলিত কর্মতৎপরতা বৃদ্ধিতে বাঘ-মানুষ দ্বন্দ্বে জীবনহানির ঘটনা কমছে। ড. তপন কুমার দের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সালে বাঘের আক্রমণে মারা গেছেন ৩০ জন, ২০০১ সালে ১৯ জন, ২০০২ সালে ২৮ জন, ২০০৩ সালে ২১ জন, ২০০৪ সালে ১৫ জন, ২০০৫ সালে ১৩ জন, ২০০৬ সালে ছয়জন, ২০০৭ সালে ১০ জন, ২০০৮ সালে ২১ জন, ২০০৯ সালে ৩২, ২০১০ সালে ৫০ জন, ২০১১ সালে ৪২ জন, ২০১২ সালে ২৯ জন, ২০১৩ সালে আটজন, ২০১৪ সালে চারজন মারা গেছেন। অন্য দিকে ২০১৫ ও ২০১৬ সালে কেউ মারা যাননি। তবে এ দুই বছরে ১৩টি বাঘের আক্রমণের ঘটনায় দু’জন আহত হয়েছেন। ১২টি গবাদিপশু বাঘের আক্রমণে প্রাণ হারায়। ২০১৭ সালে বাঘের আক্রমণে দু’জন মারা গেছেন। এ দিকে ২০১৮ সালে মানুষের আক্রমণের শিকার হয়ে একটি বাঘ মারা গেছে। চলতি বছরে ২৪ জানুয়ারি বাঘটি লোকালয়ে ঢুকলে স্থানীয়রা বাঘটি মেরে ফেলেন। এভাবে মানুষের হাতে ২০০০ সালে পাঁচটি, ২০০১ সালে একটি, ২০০২ সালে তিনটি, ২০০৩ সালে চারটি, ২০০৪ সালে তিনটি, ২০০৭ সালে তিনটি, ২০০৮ সালে একটি, ২০০৯ সালে তিনটি, ২০১০ সালে দু’টি, ২০১১ সালে একটি, ২০১৪ সালে দু’টি, ২০১৫ সালে দু’টি বাঘ মারা গেছে। বিশেষজ্ঞদের মতে, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে লোকালয়ে চলে আসা কোনো বাঘ মারা যায়নি। এ ছাড়া বাঘের আক্রমণে মানুষ মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে চোরা শিকারীর উৎপাত বৃদ্ধি পাওয়ায় র্যাব ও পুলিশের হাতে বাঘের চামড়া ধরা পড়েছে। বিশ্বে বাঘ এখন মহাবিপন্ন সারা বিশ্বে বন উজাড় ও শিকারি কর্তৃক বাঘ হত্যার ফলে বর্তমানে প্রাণীটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। বাঘ পৃথিবীর ১৩টি দেশে এখনো অস্তিত্ব বজায় রেখেছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, বার্মা, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভুটান, নেপাল ও রাশিয়া অন্যতম। বাঘের আটটি উপপ্রজাতির মধ্যে ইতোমধ্যে বালিনিজ টাইগার, জাভানিজ টাইগার ও কাম্পিয়ান টাইগার বিশ্ব হতে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে বাঘের পাঁচটি উপপ্রজাতি কোনো রকমে টিকে আছে। এগুলো হলো- বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, সুমাত্রান টাইগার, সাউথ চায়না টাইগার এবং ইন্দো-চায়না টাইগার। ১৯০০ সালে বাঘের সংখ্যা ছিল এক লাখ। বর্তমানে বাঘের সংখ্যা প্রায় তিন হাজার ৯০০টি। এর প্রায় অর্ধেকেরও বেশি বাঘ রয়েছে ভারতে। বাঘ বিশেষজ্ঞদের মতে, বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার এই প্রবণতা চলমান থাকলে কয়েক দশকে পৃথিবী থেকে এ প্রাণীটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।