স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বাংলাদেশের দর্শক নন্দিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “নিউজ ২৪”এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের সংবাদ ভিত্তিক একটি প্রতিষ্ঠান নিউজ টোয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় নিউজ ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এ্যাড: আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক সময় টেলিভিশনের সাংবাদিক মমতাজ আহম্মেদ বাপি, এটিএন বাংলা ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এবং ভয়েজ অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক কল্যানের সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা মুক্তিযুদ্ধের চেতনায় লালিত নিউজ ২৪ এর বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপনকে ধন্যবাদ জানান। বক্তরা বলেন সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারো সাথে কোন আপষ করে না। সে কারনে মাত্র ২ বছরের মধ্যে চ্যানেলটি গনমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা নিউজ ২৪ এর তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে চ্যানেলটির অগ্রযাত্রাকা শুভ কামনা করি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …