নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গনেশ কুমার কুন্ডু (৩৮) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত গনেশ উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত পরিমল কুমার কুন্ডুর ছেলে। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সৈকত হাসান জানান, শনিবার সকালে গনেশ ব্যবসায়িক কাজ শেষে ধানাইদহ থেকে লক্ষীকোল বাজারে ফিরছিলেন। পথে বাঘাইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে গনেশ গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
Check Also
১১—২৫ এপ্রিল সাতক্ষীরা জামায়াতের গণসংযোগ ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান
মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার …