ক্রাইমবার্তা রিপোট ::সাতক্ষীরা : ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি ’মাতা, লাকা ওয়াল মুলক, লা- শারীকা লাক’ এই ধোনীকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লীদের সমন্বয়ে সাতক্ষীরায় হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আল ক্বাছওয়া ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ এর আয়োজনে আল ক্বাছওয়া ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মোয়াজ্জাজ হাসানের সভাপতিত্বে হজ্জ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মো. আসাদুজ্জামান বাবু, সুলতানপুর বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, আলহাজ্জ শেখ জাহাঙ্গীর হোসেন, বায়তুন ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ। হজ্জ প্রশিক্ষণে ২শ’ ২০ জন অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …