আককাজ : “চাই পৌর সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা” এই শ্লোগানকে সামনে রেখে জন সম্মুখে সাতক্ষীরা পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) সাতক্ষীরার আয়োজনে রোববার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর অব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কমিটির সহ-সভাপতি ও ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, সৈয়দ মাহমুদ পাপা, শফিক-উদ-দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, মো. শহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, শফিকুল আলম বাবু, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল ও পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস প্রমুখ। পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন তালুকদার ২০১৮-১৯ উন্মুক্ত বাজেট পেশ করেন।
বাজেট অনুষ্ঠান থেকে এ সময়, সাতক্ষীরা পৌরসভার ৬০ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৫শ’১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।