ক্রাইমবার্তা ডেস্করিপোট:তালা প্রতিনিধি: তালা থানা পুলিশ উপজেলা পৃথক স্থান থেকে নাশকতা মামলার আসামী ৩ জামাত নেতাকে আটক করেছে। তালা থানার ওসি মো. মেহেদী রাসেলের নেতৃত্বে শনিবার রাতে তাদের আটক করা হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, নাশকতার কারনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তালা থানায় দায়ের হওয়া দুটি মামলা (১/১৮ এবং ৫/১৮) এর আসামী ৩জন জামায়াত নেতাকে শনিবার রাতে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তালার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দীন শেখ এর ছেলে মাগুরা ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দীন শেখ (৬৮)কে মাগুরা বাজার থেকে, আটারই গ্রামের মৃত ফজর আলী শেখ এর ছেলে রিয়াজুল শেখকে তালা বাজার থেকে এবং কৃষ্ণকাটি গ্রামের করিম মোড়লের ছেলে আবু বক্কার মোড়লকে কৃষ্ণকাটি নতুন বাজার থেকে আটক করা হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল এর নেতৃত্বে গ্রেপ্তার অভিযানে এসআই আজগর আলী ও এএসআই ওমর ফারুকসহ পুলিশ ফোর্স অংশগ্রহণ করে। ধৃত জামায়াত নেতাদের রোববার দুপুরে সাতক্ষীরা জেল হাযতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত দের পরিবার সমূহের দাবী তাদের কারোর বিরুদ্ধে কোন মামলা ছিল না। এমনকি এখন তারা জামায়াতের সাথেও সংশ্লিষ্ট না।