দূণীতি দমন কমিশন ও পুরোপুরি দূণীতি মুক্ত নয় সাতক্ষীরায় আবুল হোসেন

আকবর হোসেন,তালা: দূণীতি দমন কমিশন ও পুরোপুরি দূণীতি মুক্ত নয় । সাতক্ষীরার তালায় দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় এমনই কথা বলছিলেন, খুলনা বিভাগীয় দূর্ণীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন । তিনি বলেন, একদিনে দূনীতি দমন করা সম্ভব নয় । যে দেশ একসময় দূণীতিতে চ্যাম্পিয়ান ছিলো । সেই দেশ আজ মধ্যম আযের দেশে রুপান্তিত হতে চলেছে । সকল সেক্টর দূর্ণীতি কমে আসছে । ক্রমান্বয়ে দূনীতি থেকে সমাজের সকলকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে সরকারি অফিসের কর্মকর্তাদের রুমের সামনে দূর্ণীতিমুক্ত অফিস সাইনবোর্ড টানাতে হবে। দূর্ণীতি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে। তাহলেই জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। পর্যাপ্ত লোক না থাকার কারনে, দূণিিত দমন কমিশন তার কাজ সঠিকভাবে করতে পারছেনা বলে তিনি জানান । ৩০ জুলাই সোমবার সকালে তালা উপজেলা প্রশাসন ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় দূর্ণীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। এসময় উপস্থিতিদের মধ্য থেকে তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু তালা সেটেলমেন্ট, ভুমি অফিস, উপজেলা ইঞ্জিনিয়ার অফিস, হাসপাতাল, পিআইও অফিসসহ, রাস্তাঘাট বিভিন্ন বিষয়ে দূর্ণীতির উপর বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, দূর্ণীতি দমন কমিশন খুলনাতে আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত কুমার সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, ইউপি চেয়ারম্যানগন, সরকারি অফিস কর্মকর্তা, সাংবাদিক এবং দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, আমার অফিস দূণীতিমুক্ত ঘোষনা করে, দূর্ণীতিমুক্ত সাইনবোর্ড টানিয়ে দিবো । দূণীতিকে না বলে তিনি বলেন,আমার অফিসে কেউ দূণীতি করলে আমাকে বলবেন । তিনি দূঢ চিত্তে ঘোষনা দেন,আমি নিজে দূনীতি করবো না,কাউকেউ দূনীতি করতে দেব না ।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে অনেক দুর এগিয়ে গেছি । আজ যদি বঙ্গবন্ধু বেচেঁ থাকতেন তাহলে বর্তমান অবস্থা দেখে তিনি খুশি হতেন । তার কন্যা প্রধান মুন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে । তিনি বলেন,আমাদের প্রায় প্রতিটি সেক্টরে দূনীতি আছে । আমাদের প্রত্যেকে এর থেকে বেরিয়ে আসতে হবে । তালার দূণীতি প্রতিরোধ কমিটির উদ্দেশ্যে বলেন, উপজেলার দূণীতি প্রতিরোধ কমিটির গঠন করার সময় উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করে যেন কমিটি গঠন করা হয় ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।