নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রাহেলা বেগম (৫৫) নামের এক মহিলাকে বেধড়ক মারপিট করা হয়েছেন। রোববার রাত আটটার দিকে বাগাতিপাড়ায় উপজেলার পাঁকা সাজি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাহেলা উপজেলার পাঁকা সাজি পাড়া গ্রামের তাহের শাহ এর স্ত্রী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাহেলার ছেলে মিন্টু ও স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, গত শনিবার পাঁকা সাজি পাড়া গ্রামের মুদি দোকানদার মিন্টুর স্ত্রী আনোয়ারা একই গ্রামের আব্দুল মতিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতান্ড হয়। এ ঘটনার জের ধরে পরদিন রোববার রাত আটটার দিকে মুদি দোকানদার মিন্টুর স্ত্রী আনোয়ারা এবং মা রাহেলা বেগম এর সাথে পুনরায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে আব্দুল মতিন। এক পর্যায়ে মতিন চড়াও হয়ে রাহেলাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে রাহেলা গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এব্যাপারে আহতের ছেলে মেহের আলী বাদি হয়ে সোমবার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নাটোরের বাগাতিপাড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন
নাটোর প্রতিনিধি
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নাটোর- (লালপুর-বাগাতিপাড়া-১) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে একটি র্যালি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জিমনেসিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমাইয়া শারমিন। অনুষ্ঠান শেষে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১৫ টি করে গাছের চারা ফ্রি প্রদান করা হয়।