ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ত্রিশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্স স্কুল শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার এ সময় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে ৩০ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …