সাতক্ষীরার আশাশুনিসহ সরকারি হচ্ছে ৬৯ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

ক্রাইমবার্তা রিপোট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়সহ আরও ৬৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৬৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার জন্য ৩০ জুলাই তালিকা পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি)। ওই তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করে সরকারি করার প্রক্রিয়া চূড়ান্ত করছে মাউশি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি’র পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো দুটি তালিকায় ৬৯টি বেসরকারি বিদ্যালয়কে সরকারি করার জন্য ডিড অব গিফটের জন্য কাগজপত্র প্রস্তুত করছি। সরকারি করার জন্য বিদ্যালয়ের স্থাবর, অস্থাবর সম্পত্তি সরকারের কাছে জমা দিতে হয়। ডিড অব গিফটের জন্য বিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই সেসব জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কলেজ ও বিদ্যালয় সরকারি করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে ৫০টিরও বেশি বিদ্যালয় সরকারি করা হয়েছে।
নতুন করে সরকারি করার তালিকায় আনা বিদ্যালয়ের মধ্যে রয়েছে— যশোর জেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, রংপুর জেলার গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া জেলার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাবনায় সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেড়া বি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়, চাটমোহর আর সি এম অ্যান্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বরিশালে পাতার হাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া মডেল জি এম সি ইনস্টিটিউশন, খুলনায় ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল হাইস্কুল, নড়াইলে কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁর চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়, নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, মাগুড়া জেলার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাহপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় ও খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের হুলুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুল, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও খাস কাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর দূর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ও পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের দোয়ারা বাজার মডেল উচ্চ বিদ্যালয়, জয়কলোশ উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, মাদারিপুরের শিপচর শেখ ফজিলাতুন নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরার মোহাম্মদপুর আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় শেরপুর ডি জে মডেল হাইস্কুল, ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় ও কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও তিতাস গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিলেটের গোয়াইন ঘাট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদাহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যামিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা এম এল মডেল হাই স্কুল, লক্ষ্মীপুরের হাজীরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়), ব্রাহ্মণবাড়িয়ার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, দাউদপুর উচ্চ বিদ্যালয় এবং ঢাকা জেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।